অথই সমুদ্দুর পেরিয়ে এলাম,
ছোট বড় নোনা ঢেউ সরিয়ে এলাম |
বড় সাধে আজ পেতেছি আঁজল,
এবার আমায় দাও তৃষ্ণার জল ||


প্রকান্ড সূর্যের প্রচন্ড তেজ,
সারাদিন মেখে দিন ছাড়িয়ে এলাম,
এবার খুঁজে ফিরি সাঁঝের প্রদীপ
তুলসী তলায় দুটি চোখ ছলোছল ||


ছেঁড়াতার জুড়ে সুরে বেঁধে দাও
সোহাগের মন্ত্রে স্বপনে জীবনে মেলাও |
অশান্ত সঞ্চয়ে অগুন্তি ভুল,
যতনে কুড়িয়ে আরও ভুল বাড়ালাম,
এবার শূন্যহাতে এসে দাঁড়ালাম,
এখন তোমার ভরসাই সম্বল ||