কি কখন বলে বাঁশি
        রাধা না হলে কেউ বোঝে না ।
আঁধারে কি ধন আছে,
        চোখ না জ্বেলে কেউ বোঝে না ।।


চেনা পথ কেন তবু
        পথ যে ভোলে, কেউ বোঝে না,
ঠিকানা ঠিকই থাকে,
        মনই টলে কেউ বোঝে না ।।


নিশীথে কখন সে কোন
        সূর্য জ্বলে, কেউ বোঝে না ।
চোখে চোখ রেখে দু'জন
        সময় গেলেও কেউ বোঝে না ।


কি সুখে থেকে লোকে
        দুঃখ ভোলে, কেউ বোঝে না ।
দু'চোখে সাগর আছে
        জল না ঢেলে কেউ বোঝে না ।।