চঞ্চল তোর ওই পাখাতে
ঘুরে বেড়াস্ মেঘ মাখাতে
ওরে পাখি আর একটি বার আয়
আমার এ ফুল শাখাতে ||


অনেক কিছু হারিয়ে
.        বিষণ্ণ এ অন্তর
তোরই প্রাণের ভাষা নিয়ে
.        আবার হবে যে মুখর


এ মনোবীণা যে কেমন ক’রে বাজে
সে তার বেঁধে যা রে আপন হাতে ||


ওই দূর দিগন্ত হায় রে তোরে
কি মায়া বাঁধনে রাখে বন্দী করে |


কেমন ক’রে সব ভোলা যায়
.        আমায় বলে দিয়ে যা
মিছে বাঁধা এই রাখি
.        না হয় খুলে দিয়ে যা
কি জানি সে কবে সময় তোর হবে
.        হৃদয় চেয়ে রয় সে আশাতে ||