আমার মন-দোতারার একটি তার
.             বাজে বসন্তবাহারে
আর একটি তারে শুনি সেই চেনা সুর
‘দিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে’ ||


.              আমার ফুলবাগানে ফোটেরে
.              ঐ একই বৃন্তে দুটি ফুল
তার একটি দখিন হাওয়া মেখে
.              সুখের আবেশে দোদুল
আর একটি নিথর নীরব চেয়ে থেকে ভাবে
এই ফাগুনেই পথ পাব কি দুঃখ সুখের পারে ||


আমার দুই নয়নের একটি নয়ন রূপের নেশায় মগন
আর একটি জলে ভাসে আকাশে বাতাসে খোঁজে অরূপরতন |


.              আমার সাধের নদী বহেরে
.              ঐ একই স্রোতে দুধারায়
.              তার একটি তীরে তীরে মাতে
.              মধুর জীবন মেলায়
আর একটি যেতে যেতে থমকে থেমে বলে
আর কতকাল বইব আমার ক্লান্ত জীবনটারে ||