আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে
কোনো গোধূলিতে হয় না যা ম্লান
এমনই আলোর কথা, তুমি তো প্রথম জানালে ||


যে ভাবনারা, আঁধারে মেলেনি আঁখি
তোমারই ছোঁয়ায় তারা যে হল জোনাকি


কি যাদু মন্ত্র বলে কত সহজে
তুমি অন্ধকে পথ চেনালে ||


ভরা নদী মানে পরাজয়,
অঙ্গে অঙ্গে যে প্রাণের তরঙ্গ,
কোনোদিন তার কোনো তুলনা কি হয় |


মুকুতা চেয়ে সাগরে যাবে না তো আর,
নিজেরই মনের ঝিনুকে পেয়েছি হাজার,
পাখিরা ধন্য হত যে সুর পেলে
.        তুমি সেই সুরে গান শোনালে ||