মাগো তোমার বুকের মাঝে নাও জড়িয়ে,
অধম এখন পৃথিবীর পর।
স্বার্থ ছাড়া কেউ চিনেনা দেয় সরিয়ে,
কে আছে আর সব মীর জাফর।
(তাই) জীবন আমার অকুল সাগর।।


বলতে তুমি শিশুকালে আদর করে,
বিদ্যা জ্ঞানে প্রানের বলে।
চড়বো তবে গাড়ি ঘোড়া হাওয়ার পরে,
তোমার বাণী মিথ্যে হলে।
কার উপরে করবো নির্ভর।।


বন্ধু ছিলো সুখের দিনে ছায়ারই মত,
সুযোগ বুঝে করলো ক্ষতি।
মনের মানুষ সাদা মনে দিল ক্ষত,
দিনে-দিনে হলো আমার অবনতি।
তোমার বুকে বাঁধতে চাই ঘর।।