আমি এই ভবে...................
আমি এই ভবে দুঃখ করি বিক্রি;
মানুষের মন তিনশো ষাট ডিগ্রি।।
চোখ দিয়ে দেখি সব, নিজের চোখ দেখি না।।
এদুনিয়ার আইন-কানুন, কোনটা সঠিক জানি না।।
আমি এই ভবে দুঃখ করি বিক্রি;
মানুষের মন তিনশো ষাট ডিগ্রি।


সামনে থেকে যা দেখা যায়;
পেছন থেকে কি দেখতে পাই।।
ঈশান বায়ু অগ্নি অধঃ, খাঁটি দিক বুঝি না।।
এদুনিয়ার আইন-কানুন, কোনটা সঠিক জানি না।।
আমি এই ভবে দুঃখ করি বিক্রি;
মানুষের মন তিনশো ষাট ডিগ্রি।


এ ভবে কেউ যা ভালো কয়;
কারো কাছে তা মন্দ হয়।।
ভালো মন্দ বুঝে দেখি, ভালো থাকা যায় না।।
এদুনিয়ার আইন-কানুন, কোনটা সঠিক জানি না।।
আমি এই ভবে দুঃখ করি বিক্রি;
মানুষের মন তিনশো ষাট ডিগ্রি।।
আমি এই ভবে...................