ভেঙে রাতের নিরবতা, রাজপথ জাগে রোজ
ক্ষুধার্ত গণিকারা, করে খদ্দের খোঁজ
দু'মুঠো ভাত জোটে না তো,
মুখে হাসি ফোটে না তো-
অভিশাপের জীবন বয়ে চলে হররোজ…..
করে খদ্দের খোঁজ!


*আঁধারের পথ সঙ্গী করে, ঘুরে সারা জীবন,
দিনের আলো তাদের দেখে লুকায় মুখটা এখন,
সবাই করে দুর ছাই ছাই শরীর হয়েছে ছুঁত, বাকী কিছু নাই
দু'মুঠো ভাত জোটে না তো....... করে খদ্দের খোঁজ।।


*জীবিকার ফাঁদ, বাঁচার তাগিদ
পুড়েছে স্বপ্ন, চোখে নাই নিদ
অট্টালিকার বাবু সাহেব, প্রেম মাঙে তার কাছে-
জাত বিচারের নেই সময়, দিনের আলো ঐ নাচে
কেউ জানলো না কেন তারা গণিকা
কেউ শুনল না, চিৎকার ধ্বনিটা
দু'মুঠো ভাত জোটে না তো....... করে খদ্দের খোঁজ।।