যে পাখিটি একলা রাতে উড়ে বেড়ায় কেঁদে কেঁদে
সে আমারে তারই সাথে আপন করে নিয়েছে বেঁধে ।


কি জানি তার কোন শোকে          ঘুম আসেনি দুই চোখে,
কোন মিলনের আলেয়া যে পরাণকে তার দিয়েছে ধেঁধে ।


চোখের নদী উঠছে ফুলে
পাড় ছাপিয়ে দুই কূলে;
                               আঁচল দিয়ে বারে বারে
                               মিছেই কেবল মুছি তারে ।


আমিও যে কাহার লাগি           এই আঁধারে একলা জাগি;
রয়েছি এক অসম্ভবের কল্পনা আর আশার জেদে ।