ওরে পড়লি যদি ঝড়ের মুখে--ঝড়কে কেন দিস্ গালি ?।
ঝড়ের তাতে কি এসে যায়, কমে কি ঝড় একফালি ?।


ওরে বাঁচবি যদি ঝড়ের থেকে--
ঝড়ের ভয় গায়ে না মেখে,
আপনার বৃক্ষটিকে সজোরে জড়িয়ে ধরবি খালি ।


সংকোচ সব ঝেড়ে যখন সঁপে দিবি আপনারে--
অভয়ে দেখিস্ তখন, কে কিবা তোর করতে পারে ?।


আশ্রয় তো তোর তারি কাছে--
যে হিমালয় তোর কাছেই আছে ।
নিরাপদের আবাস ছেড়ে যুঝতে গেলে--সে হবে তোর গুড়ে-বালি ।