রয়েছে যা গল্পগাথা আপন প্রাণে--
তোমারে শোনাবো তা, এক নীরব গানে ।
তুমি কেবল এসো, এসো মনের টানে ।


আকাশ যেদিন রইবে ছেয়ে ঘন ঘোরে,
অধীর বাতাস নাড়বে কড়া কুটির দোরে ;
ভিজে ভিজে বিভাবরী হাসবে লাজুক ভোরে ।
তারই মাঝে সময় করে
     এসো গো, এসো মোর ঘরের পানে ।
                        এসো মনের টানে ।


দুঃখ-সুখের দু’-চার কথা
ঠেকবে না হয় বাতুলতা ।
             অলির গান সবারে টানে--
     কলির গান অলি ছাড়া কে বা জানে ।


বর্ষা শরৎ পেরিয়ে গেলে এসো গো ফাল্গুনে ;
ততদিন কাটবে না হয় নীরবে কাল গুনে ।
বাঁচবে সকল গান, ঝরা সুরের তাল গুনে ।
ভাটার স্রোতে ভাসিয়ে তরী
        এসো গো, এসো মোর অভিমানে ।
                         এসো মনের টানে ।