ওরা সব নিল ভালো--
তাই বলে তুই ভাবিস নে গো, তোর সবই হারালো ।
        
দীপের আলোক হরন করে
ওরাই তোরে ফেলে গেল আঁধার ঘরে ;
ওরে তুই দুঃখ ভুলে  জানালা খুলে  দ্যাখ না চেয়ে
                                 কি মধুর মায়া বেয়ে
                            ছেয়ে গিয়েছে বিধু-র আলো !
   তাই বলি তুই ভাবিস নে গো, তোর সবই হারালো ।
                    
তোর তরে ফুল নাই যদি গাছে--
ঘাসের পরে ঝরা ফুল তো পড়েই আছে ;
ওরে তাই তুলে নে মনের সুখে বুকের কাছে ।


ভেঙেছে তরী তুফান মাঝে--
কেহই ওরা হাত বাড়িয়ে দিলো না যে ;
ওরে তুই ডুবে গিয়ে  দ্যাখ তাকিয়ে  মুক্তো কত
                            সাগরতলে মনের মত--
                      তোর তরে তা কে যে ছড়ালো !
তাই বলি তুই ভাবিস নে গো, তোর সবই হারালো ।