ভ্রমরের আহ্বানে অজস্র ঝরে পড়া ফুল
সুবাসি সে ফুল তবু মালা হতে চায় না
আলোর সকাল চায় গোধূলি বিকেল চায়
মুখরিত কোলাহলে নীরবতা কোথাও পায় না


এই সুরের রাগিণী যেনো ভেসে আসা শোর
রাগের খেয়াল বশে পেতে চায় আঁধারের ঘোর
ফুল-পাখি এক হয়ে গুঞ্জন তবু থামায় না


ফাগুন এসে তবু প্রকৃতিকে করেছে রঙিন
প্রজাপতির পাখায় আজ মাতোয়ারা দিন
সাজিয়ে পথের ধার স্বাগতম তবু জানায় না


০৭/০৪/১৯
০১ঃ১৫ রাত