আমার প্রাণে বেজে ওঠে আরেক প্রাণের সুর
বাতাসে তার রেশ ছড়িয়ে যাচ্ছে বহুদূর
সুর সন্ধ্যার লগন পেতে করছি আরাধনা
তুমিও বেশ সুরের মানুষ তবু কেউ জানলোনা


গড়িয়ে পড়া চোখের জলে বিকেল থাকে লেখা
রাঙা ওই গোধূলিতে উদ্বেগে ভাগ্য রেখা
বৃষ্টিস্নাত আকাশ ফেঁপে অনাহূত ঝড়
এমনো দুর্যোগের দিনে বিচ্ছেদের খবর
ভাঙাগড়ায় মানিয়ে নিতে কেউ কেউ পারলোনা


তারায় তারায় সাজিয়েছিলাম মনের সিংহাসন
আসেনি কাছে বসেনি পাশে খুঁজি সে আপনজন
বিলাসী কল্পনাতেও কাছে এসে হাতটা ধরলোনা
আমার প্রেম হলোনা ভালোবাসা হলোনা
চোখের নোনাজল আর কোন বাঁধ মানলোনা


০৭/০৬/১৮
০২ঃ০৬ রাত