তুমি তারে বলে দিও আমি তার মতো নই
হাওয়ায় উড়িয়ে ওড়না বক্ষ উদাম হতে তার বাধ সাধে না
সাত সত্যের মতো তার জন্যে আর আমার মনতো কাঁদে না


আমি কি তারে একবারও বলেছি মনে পড়ে তারে বারেবারে
তার কথা ভাবলে চোখে জল আসে একবারও কি বলেছি তারে
এই বলা আর না বলা কথার ফারাকটুকু সে কেনো মনেতে বাঁধে না


উড়িয়ে বর্ষার মেঘ জমানো আবেগ কত কত খুনসুটি
জমিয়ে রেখেছি দিয়েছি তারে যার একটি বা দু'টি
আমি বহি তার পরাণের ভার ভারাক্রান্ত হই তারে বাদে না


২৩/০৩/২০২০
০৩ঃ৪০ রাত