বুকের মইধ্যে আসমান জমিন লইয়ায় আমি ঘুরি
তোমারে না পাইলেও আমার এইটাই বাহাদুরি
কার জমিনে হাঁটবায় তুমি কার আকাশে চাইয়া
আমারে উতলা কইরা ওরে পাষাণ মাইয়া


আউলা কেশে বাউলা বেশে আমি শখের কবি
মনের পটে ওঠে ভেসে তোমার মুখচ্ছবি
মাঝ নদীতে সাঁতার কাটি কুল-মান হারাইয়া


আচানক যাদুমন্ত্র বলে করলাম নজরবন্দি
আমারে তোমার করিলে হইতে পারে সন্ধি
চাকবুম চাকবুম নাচমু গাইমু তোমারে পাইয়া


১৭/০৩/২০২১
০১ঃ১০