ফুল ফোটে নদী ছোটে
পাখি গায় নিরালায়
আর তোমারেই মনে পড়ে যায়


জোনাকি জ্বলে নীভে
বঁধু কি আসিবে
তোমায় চাই ভরা জোছনায়


এলে গো সুরভিত পরাণে মেখে
শুধালে না এ কথাটি আমারে দেখে


আশাহীন আশার কথাটি
পুড়ে হোক ততো খাঁটি
যে কথায় বিরহ যায় ভেসে যায়


২৯/০৪/১৯
০১ঃ১৩ রাত