লাল টিপ পিন্দিলে সখি কেমন কেমন লাগে
মনেতে করিও খোদাই ভালোবাসা আগে
উচাটনে ভিতর বাহির নেশা ধরে চোখে
পুঁতির মালা দেখেও যেন মন্দ বলে লোকে


মন্দ লোকের মন্দ কথায় বিনাশ হয় না কিছু
সেই সকলই মন্দ মানুষ ঘোরে তোমার পিছু
আর কেহ রে টানিলে কাছে মরে যায় সে শোকে


মুখের জমিন উদার লাগে বুকের জমিন ক্ষত
তবু কেন জগত মন্দ হয় না কভু নত, রে হয় না কভু নত
মরিলে সার দেহখানা খাবে নানান পোকে


০৫/০৪/২০২২
০৪ঃ২৯ ভোরবেলা