মেঘে মেঘে ছড়িয়ে দিলাম আমার চোখের জল
শীতল পরশ লাগে যেনো তোমার অঙ্গ জুড়ে
দমকা বেগে বাতাস লুটে মেঘের সে সম্বল
আমি আরও খাঁটি হলাম কাঠকয়লায় পুড়ে


নিশি জাগা তোমার আঁখি কেমন যেনো পাথর
কোন বিরাগে এমন আড়াল কাছে থেকেও দূরে
মনটাও আজ না হয় দেখি আগের মতো কাতর
ভাবাবেগে পুড়লাম আমি খাচ্ছে কুড়েকুড়ে


ও সঙ্গী তুই জলের লাহান আষ্টেপৃষ্ঠে থাক
বেবাক মানুষ বানের তোড়ে যাক না ভেসে যাক
প্রেম নদীতে হাবুডুবু তবু না যাই উড়ে
পাখিও তাই আবেগী হয় গানের সুরে সুরে


২৭/১১/১৮
১২ঃ২৯ রাত