যে নদী সুখের খোঁজে ছোটে সাগর পানে
জোয়ারভাটা জীবন তারে কেন এত টানে
কেন সে নীরবে আমারে সরবে এত কাঁদায়
সে নদী ঝড় হয়ে আসে আমার সীমানায়


সে নদী ঢেউয়ে ঢেউয়ে কেন ছুটে যায় দূরে
সে নদী আসিতে চাহে কি গোপনে অন্তঃপুরে?
তবু আমি তার ধারাপাত মেনে রয়েছি বিভায়


আমি যে তার জীবনে জীবন জড়াতে চেয়েছি
হাত বাড়িয়ে রেখে স্পর্শে তারে কি পেয়েছি
এই লুকোচুরি নিজের ইচ্ছেতেই সে বারবার চায়


১৩/০৫/২০২১
০৫ঃ০৭ ভোর