যে কবিতা লেখা শেষে কেউ পড়ে না
যে গান গাওয়ার পর কেউ শোনে না
আমি সেই কবিতা, গান হয়ে বাজি
তারপর জীবনের আর শেষ থাকে না


দিনান্তে দিন যদি শেষ না হতো
গল্পটা হয়ে যেতো শুধু কবিতা
জীবনের খাতায় সেই হিসেব কষে
সময়ের ফেরে সে কথা কেউ মনে রাখে না


আমি বাউলের দেশ থেকে গলা ছেড়ে গাই
জীবনের জের থেকে যেটুকু পাই
কবিতার গল্পটুকু যার জানা নাই
শিল্পের খোরাক পেতে চিত্র আঁকে না


২২/০১/২০২০