বাঁশি তার সুরের কাছে ঋণী চিরদিনই
তুমি হও সুরের আকর মনে এবং প্রাণে
আমি তো ছিলাম আছি ভালোবাসার টানে


আগ বাড়িয়ে যাই গো খুঁজে পায়ে পায়ে
তুমিও পালিয়ে বেড়াও তরুলতার ছায়ে
দিব্যি ভুলে মাতোয়ারা কোকিলও তার গানে


ও পবন সাক্ষী থেকো মিষ্টি দুষ্টু প্রজাপতি
বোঝে না আপন কে'বা, পুষ্পরাগের মতিগতি
এ কথা জানে তারা, জোছনাধারা জানে


১৬/০২/২০২০