পৃথিবী আমার কাছে অতি পুরাতন
নগরের অলিগলি আমার করা
সেইপথে হেঁটে যাও, করিনা বারণ


যেটুকু নীল তুমি দেখতে পাও
তারও বেশি নীল জমা আছে এ বুকে
সঞ্চিত নীল টুকু উড়িয়ে দিলে
সে হিসেবও একেবারে যাবে চুকে
বলবো না এমন করার একটুও কারণ


বেহিসেবী হিসেবের খাতা খুলে
কি হিসেব আর মেলাবো আমি
মগজের তালগোল পাকিয়ে আবার
হেসে হই কুটিকুটি কি যে পাগলামি
বুঝে নিও না বলা সে কথার ধরণ


১৪/১১/২০২২
০৩ঃ৩৩ ভোর