আমিতো ফুল নই ঝরে গেলে কুড়াবে  তুমি
সাজিয়ে ফুলদানিতে দেখে জুড়াবে নয়ন
গন্ধে আকুল হয়ে ভ্রমরের মতো হবে মাতোয়ারা


আমিতো জোনাক নই ওড়াওড়ি দেখবে প্রাণভরে
মৃদুপায় ঝিরিঝিরি হাওয়ায় বইবে শীতের শিহরণ
চাঁদনি সে রাতের বুকে ঝরবে অবিরত জোছনাধারা


বহতা নদীর মতো আকাশে রঙের মতো যার মন
তার সাথে একাকার ভালোবেসে কাটাবো জীবন


আমিতো পাখি নই মুখর করে রাখবো কলকাকলিতে
গানেই জাগাবো ঘুম ঘোরে অচেতন তোমার মন
সেই পথের দাবীতে অটল রয় নিশাচর ওই ধ্রুবতারা


২৭/০৫/১৮
০৩ঃ১০ ভোর রাত