তুমি আমার আকাশ হলে ক্ষতি বলো কি?
একটি আকাশ সাত রঙেতো রাঙাতে পারি
বিভেদ হলে সে আকাশও কাঁদিয়ে ছাড়ি


আকাশে এক সূর্য ওঠে অস্তমিত হয়
পূর্ণিমা চাঁন তারার লগে কতই কথা কয়
এ যেনো বেখেয়ালের একটি কলের গাড়ি


মান ভাঙাবো আকাশ হলে, তুমি সে আকাশ
মনের বীণে বাজিয়ে বাঁশি করিবো উচ্ছ্বাস
হারায়ে আপন খুঁজে নিতে হয় খুব তাড়াতাড়ি


২৫/০৮/২০২০
০৩ঃ১৪ অপরাহ্ন