সিন্ধু থেকে গঙ্গা-পদ্মা-মেঘনা


এই গঙ্গা আমার মা-ওই পদ্মা আমার মা
কেন, হারিয়ে যাওয়া সিন্ধু মাকে ফিরে পেলামনা!


এপারে উদাসী বাউল বাজায় একতারা-
ওপারের ভাটিয়াল গানে বাজে দোতরা
কেন, রাখালিয়া বাঁশিতে সুর শুনতে পেলামনা!


কোথায় আমার হারিয়ে যাওয়া মেঘনা নদীর কূল
মন উদাসী বাঁশির সুরে হতাম যে ব্যাকুল
কেন, রূপসা নদীর পারে আমার ফেরা হ‌লনা!


সিন্ধুপারে আজও ডাকে বন্ধু আমার
হাসান ও জিনাতকে মনে পড়ে বারেবার
কেন, সিন্ধুপারের বন্ধু আমার ফিরে এলনা!