তোমাকেই ভেবে প্রহর ফুরায়
দিন আসে দিন যায়,
স্মৃতির কবিতা লিখি যে চোখেরই জলে
সোনার হরিণ ধরে হেসেছি যে ভুল করে,
তুমি তো বোঝালে বিরহ যে কার বলে ||


নিয়তি আমায় করে আজ উপহাস,
এ নয় জোত্স্নায় যেন রাহুর গ্রাস
কত মমতায় গাঁথা সেই মালাখানি,
ঝুরে ঝুরে যায় শুধু পলে পলে  ||


আজ যে বুঝেছি আঘাত পাবার পর
প্রদীপের প্রেমে ধরা দেয় নাকো ঝড়
যে কটি নিমেষ দিয়েছিলে তুমি মোরে,
মনে তারা ভিড় করে দলে দলে ||