রিনিঝিনি কিঙ্কিনি লাজে বাজে কে যায়।
তারে চিনি চিনি মনে হয় গো,
যুগে যুগে সে তো যায় গো,
জল নিতে যমুনায় হায় !!


বাঁশরী বেজেছে ফাগুন সেজেছে
মযূরী নেচেছে ছন্দে,
জোছনা ঝরেছে আলো যে করেছে।


মন যে ভরেছে গন্ধে, মৃদু মৃদু ভিরু পায় যায়
সেই বাঁশি  সেই নুপূর যেন দুটি মন
কখনো বিরহ আনে কখনো মিলন।


ফুটেছে কামিনি কামনা যামিনি,
চমকে দামিনি নয়নে
সুখের নেশাতে মাধুরি মেশাতে
রবে সে গো সাথে শয়নে,
শুকশারি ওই গায় হায়,
রাধা সেজে মন যায়।