ওই ঝিরি ঝিরি পিয়ালের কুঞ্জে
ওই গুন্ গুণ মৌমাছি গুঞ্জে,
সেই সে বনছায় পাখি যে গান গায়
মন যে চায় সেথা হাসিতে ||


আকাশের ওই দূরে নীল রং লেগেছে
অন্তরে আজি মোর এ কী সুর জেগেছে |
জানিনা কে ডাকে অলখে সে থাকে
শুধু সে সাড়া দেয় বাঁশিতে ||


তারই পথ চেয়ে দিন যেন চলে য়ায়,
এ কি ব্যথা পেয়ে হায়.
মালা হতে ফুলগুলি ঝরে যেতে চায় |


মিছে কি আমি তবে দিন শুধু  গুনেছি
পলকে কে জানে এ ব্যাথা সে আনে
চায় না সে কাছে আসিতে ||