মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে যদি যাই হারিয়ে,
বলো কিসের মানা
আমরা সেথায় ফাগুন দিনের
পথিক পাখী হয়ে মেলব ডানা


নয়কো সে দেশ রূপকাহিনীর
সোনার মহল নেই চম্পাবতীর
তবে লগ্ন এলে সেথা রাখাল ছেলের
রাজার মেয়ের সাথে হয়গো জানা


সাগর পাখীর মত হাওয়ায় ভেসে
না হয় মোরা পথ ভুলে বাধবো বাসা
সেই অচিন দেশে


যেথা উজ্জ্বল রাত উজ্জ্বল
দিনে মনে হয় আবেশ রঙিন
হেথা একটু চাওয়া আর অনেক পাওয়া
বলবো চুপি চুপি সেই ঠিকানা
যদি যাই হারিয়ে, বলো কিসের মানা ।