মাধবী মধুপে হল মিতালী
এই বুঝি জীবনে মধু গীতালি---
জ্বলে দেখি জোনাকি, মন হল আনমনা কি ?


তাই কী বাতাস ফুলের গন্ধে ভরানো ?
তাই কী নয়ন মধুর স্বপ্নে জড়ানো  ?
যদি চুপি চুপি কথা বলে মন ----
সেই কথা বলো কভু যায় শোনা কি ?


এই যে এত আলো হাসি
কখনো আগে জাগেনি,
নিজেরে তো আর কোনো দিন
এমন করে ভালো লাগেনি |


ওগো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তুলে নাও,
উত্সব এ লগন সুরে সুরে দাও ভরে দাও---
আজ চোখে চোখে চেয়ে সারারাত
হবে শুধু আকাশের তারা গোনা কি