যেতে দাও আমায় ডেকো না,
কবে কি আমি বলেছি, মনে রেখো না
কিছু বলবে কি ?  না, না, না পিছু ডেকো না ।।


তুমি ভরে নিও বাঁশি ওগো সুর থেকে সুরে;
নয় চলে যাবো আমি শুধু দূর থেকে দূরে
এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না ।।


কাঁচেরই ঝাড়বাতি নেভে সময় হলে,
প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জ্বলে ।


প্রদীপেরই শিখায় পুড়ে মরুক প্রজাপতি,
হায় এমনি করে আসে লাভ থেকে ক্ষতি
এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না ।।