বেশ তো না হয় সপ্তঋষির,
অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার,
কথাগুলো সব ক্লান্ত হবে,
তবুও তো তুমি আমারই রবে।
বেশতো না হয় হাস্নুহেনার গন্ধ
ছড়ানো আবেশ ভরানো
এই যে রাত্রি বিদায় লবে,
তবুও তো তুমি আমারই রবে।


হা হা হা, হাহাহা হা
ও ও ও, ও ও ও …
(তুমি) জানো কি জানো না ফুলেরই এ মালা,
হবে কি হবে না ভুলেরই সে জ্বালা
হয়ত দ্বিধায় দাও গো বিদায়, এইটুকু শুধু কবে।


হা হা হা, হাহাহা হা
ও ও ও, ও ও ও …
(আর) রবো কি রবো না এত কাছাকাছি,
তুমি আছ বলে আমিও তো আছি,
আসুক আড়াল রবে চিরকাল, হৃদয়ের অনুভবে।