মনের সাথে মন মিলেছে
তাই ভুলেছে রে সখি আমার
তার পিরিতে বাঁধা দেবো
নাই রে আমার এমন অধিকার ।।


মনের কথা মনে ছিল
সখি আমায় তো বলে নাই
এত ভালোবাসা দিলাম
তবু সখির মন তো গলে নাই ।।
মুখে মুখে সুখে ছিল
ভিতরে বুঝি ছিল হাহাকার ।


প্রেমাগুনে পুড়ব আমি
তবু সখি যেন না পোড়ে
আমার আখির জল নেভাবে
সখির আগুন ওরে ।।
কাঁদব আমি হাসুক রে সই
তাতেই সুখ আমার।


আমার ভুলে ফুল ফুটিল
দেখি চেয়ে সখির মন গাছে
সে গাছেতেই জল ঢালিব
আমি আখি জলে বার মাসে ।।
তবু সুখ সই পায় রে যদি
হোক সুখে তার সোনারি সংসার।।