পাগল বলে বলুক লোকে
কী আসে য়ায় আমার তাতে?
জীবন মরন পথ চাহিয়া
থাকব বন্ধু তোর আশাতে…


তোর পথেরই ধুলায় আমি
লুটিয়ে করি পাগলামি
তোর ফেরার ঐ ফেরি ঘাটে
থাকি)পাগল বেশে দিনে রাতে….


জলের আশায় চাতক পাখি
তোর আশাতে আমি থাকি…


মেঘে পাগল হয় রে আকাশ
লাগিলে আষাঢ়ের বাতাস
শ্রাবণ ছাড়া হতো পাগল
ভবের মাটি পিপাষাতে….