কতটা আগুন জ্বলে বুকে?
বুঝবে ক'জন? সারারাত জ্বলে পুড়ে
তবু তো সূর্য ওঠে সকালেই হাসি মুখে
আমিও কি তবে ঐ সূর্যের মতো? ।।


কতটা গভীর হলে ক্ষত
ঝর্ণা ঝরায় ঐ পাহাড়ের বুক
লোকেরা বোঝে না পাষাণেও হয় যে আহত
আমিও গোপনে ঝরাই ঝর্ণা শত ।।


আগুনের ক্ষত নিয়েই আমার জ্বলা
দু'চোখে ঝরছে আমার যত না বলা ।।


কতটা আঁধার বুকে ভরে
মৌন বেদনা মেখে জেগে থাকে রাত
কেউ জানে না তো কত যে ব্যথা আড়াল কোরে
আমিও রেখেছি ঢেকে কষ্টকে কত ।।