আমি তো নই তোমার খেলার পুতুল
ভালোবেসে ছুড়ে ফেলবে আবার
বলবে সে তো ছিল মনের এক ভুল।।


মন দিয়ে নাও ফিরিয়ে রে কেন
শুধু শুধু আমায় কাঁদাও পাষাণ
পিরিতির ছল বুঝিনারে তোমার
কবে মুশকিল হবে আমার আসান ।।
ছিনিমিনি আর খেলোনা বন্ধু
এবারে দাও প্রেমের সুগন্ধি ফুল।


ধুলো মাটি দিয়ে খেলা তোমার
ভেঙে ফেলো বেলা শেষে রে সই
নয়ন জলে ভাসে প্রিয় গো বুক
তবে কি আর আমি তোমার হে নই ।।


এই আছ নেই মিশে যাও যে কোথায়
তোমারে যে খুঁজে আমি অন্ধ
তোমার প্রেমের মরিচীকা দিয়ে
জীবনেরে দিলে শুধু দ্বন্দ্ব ।।
বিষম প্রেমের ভিষন জ্বালা আমি
আর সইতে পারবনারে এক চুল।