আজকে আমার কি হল যে মন উড়েছে মেঘে
তেপান্তরের আকাশ চোখে নীল গেল যে লেগে
চোখে আমার চঞ্চলতার চপল বাতাস ঢেউ
আজকে বুঝি এই আমাকে বাসলো ভালো কেউ ।।


আজকে আমার বাঁধন হারা উড়ু উড়ু মনে
পাখির মতো ডানা মেলে খুশির সাত কাহনে
গল্প বলা উদাস রাতে ভাসছি দুপুরেও
হাসছে যেন আঁধার রাতে দিনের আলো সেও! ।।


যা দেখি আজ নেশার মত স্বপ্ন মাখা চোখে
হারিয়ে যাবো আজকে সুদূর সপ্ত আকাশ লোকে ।


সপ্ত ডিঙা নায়ে চড়ে সাগর দেবো পাড়ি
পাবো না ভয় পথ সে যতই হোক না রে পাহাড়ি
জ্যোৎস্না এনে দেবো হাতে প্রিয়া না চাইলেও
যার মায়া মুখ স্পষ্ট দেখি রাতের কালোতেও ।।