একটি দেহে থাকে একটি হৃদয়
তাও কেড়ে নিয়ে গেলে বল কী হয়?
আমার তো একটিই হৃদয় আছে
হৃদয় ছাড়া কি আর মানুষ বাঁচে? ।।


যদি ফিরিয়ে তুমি দিতে দয়া করে
এতটা চোখের জল তবে কী ঝরে?
বুকটা পুড়ে কি আর হতো কয়লা
বিরহের গনগনে আগুন আঁচে ।।


পাখি নেই শুধু খাঁচা আছে পড়ে
শুণ্য খাঁচা তাই কাঁদে অঝরে ।।


একটিই জীবন তাও তোমার করতলে
দিলাম শপে তবু নিষ্ঠুর হলে
টুকরো টুকরো হয়ে সুখ ছবিটা
পড়ে আছে আয়নার ভাঙা কাঁচে ।।