এই মন চায় যে /শুধু তোমায়
তুমি বিনা /চাওয়া নেই তো/ আমার
এ চোখ চায় যে /ঐ যে দু'চোখ
চাইনা ও মুখ /ছাড়া কিছু/ আর ।।


এই মন টানে /শুধু সুলো/চনা
তাকে ঘিরে /পড়ে আছে /এ হৃদয়
যাদুটোনা /জানে ও চোখ /বুঝি নাই
বুঝিনি সে /চোখ দেখিবার /নয় ।।
নিষ্পাপ মনটা /কেড়ে নিলে/ প্রিয় যে
অন্তর নয় তো / আর যে ফেরা/বার ।


বুক পাঁজরের /সবক'টা হাড়
যেন)চেপে নিল /তারে বুকে
এই পৃথিবীর /প্রেম ভুলে সে
ও)প্রিয়ার নেশায়/ রইল ঝুকে  ।।


নিঃস্ব হলাম/ ভালোবেসে
পাগল হলাম /তার চেয়ে বে/শি যে
এপাড়ে পাই /যদি তবু
একজনমে নয় /তৃষা মিটি/বার ।