তোমার লাইগা রোজ সাজাইতাম ফুল-পাখিদের মেলা,
কেমন কইরা ভুইলা গেলা সেই স্মৃতিরই বেলা ।।
এক পলকে ভাইঙ্গা দিলা কি নিঠুরো তোমার খেলা ।।


কেমন কইরা এমন হইলা ভাবতে মনে দুঃখ লাগে
বদলে যাইবা এমন কইরা, ভাবিনি তা কভু আগে ।।
ফাইট্টা যায় বুকটা আমার দেইখা তোমার অবহেলা ।।


এই আমারে দুঃখ দিলা দূরে গিয়া সুখি হইলা
সেই নদীতেই সাঁতার কাটি সুখ জলেরি সাগর বইলা ।।
এক পলকে ভাইঙ্গা দিলা কি নিঠুরো তোমার খেলা ।।



https://www.youtube.com/watch?v=7A_0hRF2T0k