হাতে রেখে হাত মাঝ পথে দিলে ছাড়ি
তোমার জন্য ছাড়লাম আমি এই ঘর-বাড়ী ।।


ভালোবেসে তোমায় আমি রাখছি মনের মন্দিরে
দূরে গিয়ে ব্যথা দিলে একা আমি কান্দিরে ।
তোমার জন্য কাঁদে মনটা বুঝলে না যে নারী ।। ঐ


শীতে ঝড়ে পাতা সাজে ফাগুন মুকুলে
বর্ষায় জোয়ার এলে ভাসে নদী দু’কুলে ।।
ফিরে এসো প্রাণের সখি ধরে পরের গাড়ী ।। ঐ