বনের পাখি সোনার খাঁচায় মনের পাখি ওড়ে বনে,
উতাল-পাতাল জোয়ার-ভাটায় দেখা দেয় সে সঙ্গোপনে ।।


পাখিরা সব প্রজা হবে ইচ্ছে রাজ্যে আমি রাজা,
ফুলের বনে নাচবে ভ্রমর বৃক্ষ তোরা বাদ্য বাজা ।।
আমার মনের ইচ্ছে শতো ভাবি কতো মনে-মনে ।। ঐ


জ্যোৎস্না রাতে তোমার সাথে মধুর সুখে যাই হারিয়ে
দুইটি মনের মিলন মোহে আছি আমি হাত বাড়িয়ে ।।
চলো সখি হারিয়ে যাই, বলুক লোকে জনে-জনে ।। ঐ