তোমার চৌরাশিয়া বাঁশির সুরে
মন থাকেনা ঘরে,
আমি ছুটে আসি রাত-বিরাতে
তোমার প্রেমে পরে।।


চাঁন্দের আলো জলের বুকে যেমন
চিকচিকাইয়া জ্বলে,
তেমনি কইরা সুজন তোমার পিরিত
বুকের গভীর স্থলে।।
আসে বারো মাসে তের পার্বণ
তোমার প্রেমে জুড়ে।।ঐ


বৈশাখ মাসের বানের জোয়ার
নদীতে জল খেলে,
বারো মাইয়া পিরিত তোমায়
সারা জীবন মেলে।।
তোমার সুখ-দুখেতে আশে-পাশে
থাকবো জীবন ধরে।।ঐ