আমার চোখে অশ্রু ঝরে তোমার মুখে হাসি
বদলে গেলে ঋতুর মতো বাজলো বিশের বাঁশি।


ভাঙলে হৃদয় কাঁচের মতো
দেখবে না কেউ কোথায় ক্ষত
মালা এখন কন্ঠে আমার যেন মরণ ফাঁসি।


কী ধন ছিলে তুমি আমার বুঝাই কেমন করে
সারাজীবন থাকবে তুমি আমার এ অন্তরে।


ফেলে আসা স্মৃতির মাঝে
যাই হারিয়ে সকাল-সাঝে
বারবার আমার কানে বাজে বলছো ভালোবাসি।