মরুর দেশে উঠলো হেসে মানবতার ফুল
সেই ফুলেরই সুবাস পেয়ে ধন্য মানবকুল।


এই পৃথিবী ঢাকা ছিলো গাঢ় অন্ধকারে
মানুষগুলো ডুবে ছিলো নানান পাপাচারে
সেই সময়ে আলো হাতে
রাসুল এলো এই ধরাতে
যাঁর প্রেমেতে আকাশ-বাতাস সকলে আকুল।
সেই ফুলেরই সুবাস পেয়ে ধন্য মানবকুল।


সত্যপথে মানুষকে সে করলো আহ্বান
তাঁর পরশে মরুভূমি হলো মরুদ্যান
মূর্খ আদম ছিলো যারা
খাঁটি মানুষ হলো তারা
জীবন তাদের বদলে দিলো মুহাম্মদ রাসুল।
সেই ফুলেরই সুবাস পেয়ে ধন্য মানবকুল।


ঐ সময়ে জন্ম যদি হতো আরবদেশে
তাঁর ছহবত নিতাম আমি গভীর ভালোবেসে
তাঁর সাহাবী হয়ে আমি
পাশে রইতাম দিবসযামী
সোনার কাঠির ছোঁয়া পেয়ে হতো না পথ ভুল।
সেই ফুলেরই সুবাস পেয়ে ধন্য মানবকুল।