পাওনা আমার দাও না তুমি
টালবাহানা করো
ন্যায্য দাবী চাইতে গেলেই
টুটি চেঁপে ধরো।


তোমার আছে কাড়ি কাড়ি ধন
তবু তোমার ভরে না ক্যান মন?
আমার খাবার কেড়ে নিয়ে
নিজের উদর ভরো।


আর কতো ধন বলো তোমার চাই?
তোমার কি গো একটু সবুর নাই
মরতে হবে, লোক ঠকিয়ে
ক্যান এই পাহাড় গড়ো?