শান্তি নগরে শান্তি নাইরে
অশান্তিতে ভরা,
দশ টাকা যার রাইট ছিল
বিশ টাকা চায় ভাড়া।। ২


গুলিস্থানের গুলি কোখায়
গোলাপ শাহের মাজার,
প্রশাসনের নাকের ডগায়
বসে নেশার বাজার।।


হাতিরঝিলে হাতি খুজতে
গেলাম সেদিন যেই,
নারী-পুরুষ এক হয়েছে
হাতি গেল কই?


বসুন্ধরায় বসু মিয়া
গুলশানে নেই গুল,
ম্যনহোলে পা আটকে পড়ে
হারিয়ে যাই কুল।।


সদরঘাটের ভিতর ঘাটে
ছিচকে চোরের জম,
দরদামের সেই জটলা দেখে
খেই হারিয়ে থম।


শাহ আলীর ওই পাগল গুলো
নেশায় দিবে তাড়া,
দশ টাকা যার রাইট ছিল
বিশ টাকা চায় ভাড়া।।