পূব আকাশে মেঘ জমেছে কালো ভিষণ কালো
ভয় জাগা এই রাতের হাওয়া লাগছে ভিষণ ভালো
কপাট খোলে দেখি রাতের এমন ভয়াল খেলা
ভয়ের সাথে হাত মিলেছি ভাসছি ভয়ের ভেলা
সঙ্গে যাবি কেবা সাথে
বিজলী জ্বলা এমন রাতে
মেঘের সাথে ভাব হয়েছে আকাশটা জমকালো।।


ভয় কেনরে আর মনের কোণে নাই
ভয় যেন মোর বুকে যমজ কোন ভাই
ছুটছি ভিষণ প্রলয় দোলে
ঘুর্ণি হাওয়ার কোলে কোলে
ভ্রু কুচকে যতই তাকায় লাগে ততই ভালো।।


সন্ধি করেছি কাল বোশেখির সাথে
ফুল দিয়েছি তাই শিং ওয়ালার হাতে
মনের ভিতর  ভয়ে টুটেছে
নিরাশ মনে আশ জুটেছে
আঁধার ঘন মন ভুবনে জ্বলছে আশার আলো।।



১৯ জুলাই ২০২০
ইউসিবি ব্যাংক কসবা