ওরে ভুলেও পাগল বলোনা নয়তো ও পাগল
ও ছিড়ে নিছে জাত বেজাতের আবদ্ধ আগল


দিন রাতে কি ভেদাভেদ আছে সে কিছুই মানে না
জল কিবা স্থল রাস্তা খোজিতে সে কোথাও থামেনা
মরন বাচন এক যেন তার
ভাঙ্গে কপাট খুলিতে দ্বার
আপন পরের নেই অভিযোগ কে বাজায় কোন ধর্মে মাদল।।


ঘুম সজাগে কি ভেদাভেদ আছে সে ধার ধারেনা আর
সুখ কি বা দুখ জীবন জোয়ারে সে  মানে না আর হার
ভাবনায় তার নয়া উদয়
বুঝেনা সে জয় পরাজয়
কান্না হাসি ভুলেই গেছে সমাজে আর চায়না আদল।।



০৬ জুলাই ২০২০
ইউসিবি ব্যাংক কসবা